বিলাসী এ মন ছুটে বেড়ায় সারাক্ষণ
তুমি কোথায় আছো আমি সেথায় ফিরি,
অনিকেত হয়ে আমি ফেরারী গাড়ি ।
এ পথে মিলবে আলো, সন্ধ্যা যে হচ্ছে কালো,
একাকী হেঁটেছি সেথা তোমার সন্ধানে পাড়ি ,
অনিকেত হয়ে আমি ফেরারী গাড়ি ।
যদি পাই সেথা তার হাতছানি
ছিনিয়ে করব জয় যাবো প্রার্থনা'র বাড়ি,
অনিকেত হয়ে আমি ফেরারী গাড়ি ।
প্রিয়তম এসো আর মৃৎ ছুঁয়ে গেয়ো
কেউ হয়েছে তার আর না যেও বাড়ি,
অনিকেত হয়ে আমি ফেরারী গাড়ি ।