অনুতাপে পাপ কমায়,
অহংকারে পূণ্য
আমলের খাতা তায়
হয়ে যায় শূণ্য।

সৌর্ন্দযে দৃষ্টি কাড়ে
কথায় কাড়ে মন,
অলসতায় দরিদ্র বাড়ে
শ্রমে বাড়ে ধন।

দ্রুতায় ভূল বাড়ে
বিদ্যায় বাড়ে জ্ঞান,
কথায় কথা বাড়ে
বিতৃষ্ণ হয় প্রান।

আশায় আশা বাড়ে
যা হয় অনুসন্ধিৎসা,
অহংকারে ধ্বংশ বাড়ে
লোভে বাড়ে হিংসা।

আনন্দে শক্তি বাড়ে
মানবের দেহে,
পূণ্যে শান্তি ফিরে
সাধূ জনে গৃহে।

প্রয়োজনে আবিস্কার বাড়ে
কাজেতে কর্ম,
সাধকে শিশ্য বাড়ে
প্রচারিতে ধর্ম।

দুনিয়ার প্রেমে বাড়ে
আখিরাতে দূখ,
আফসোস সেথায় করে
পাবেনা কো সুখ।

পর্দায় মর্যাদা বাড়ে
নারী হয় দামী,
স্ত্রীর হৃদয় ঘরে
দামী হয় স্বামী।

বিপদে অভিজ্ঞতা বাড়ে
সুখে অলসতা,
সূযোগে মাথায় চড়ে
যেন বনলতা।

উদাসিনতায় দূঃখ বাড়ায়
চাতুরিতায় অভিশাপ,
মিত্যব্যয়িতা সম্মান বাড়ায়
কৃপনতায় পাপ।

জীবনে থেকে শিক্ষা করিলে গ্রহণ
শিক্ষা হয় পূর্ণ,
নয়তো পরাজয় করবে বরণ
সকলি হবে চূর্ণ।

ধারণা-অনুমানে সিদ্ধান্ত
করিলে গ্রহণ,
ধ্বংশ হয়ে যাবে দিগন্ত
আছে নিদর্শন।

সকলের তরে ভাবিয়া করিলে কাজ
হবে সফলকাম,
সকল কাজে দু’টি দিক সদায় বিরাজ
ভাল-মন্দ পরিনাম।
          ------