তোমার স্পর্শে বহে আমার নিঃশ্বাস
তোমার অগোছালো কথায়, রচিত সকল গান,
তোমার আস্থাতেই অটল আমার বিশ্বাস
তোমার হাসিতে সচল আমার প্রাণ।
এ বিশ্ব লয়ে তুমিই সকল আশায় প্রেরণা
কি যে নির্মল, সজীব তোমার হাসি,
তোমার চাহনিতে মুছে সকল যাতনা
তোমার দুঃখে উঠি অশ্রুজলে ভাসি।
তোমার অবুঝ মনের বায়নার আদিক্ষেতা
তোমার সকল অযাচিত অভিমান,
দূরীভূত হয় দেখে তব বদনের অকৃত্রিম সরলতা
আলোড়িত করে মন-প্রাণ।
তুমি আমার সকল সুখ, আনন্দ-উল্লাস
তুমি আমার নয়নে আলোর জ্যোতি,
তোমাতেই সকল তুষ্টি, মিটায় সকল আশ
তুমি অনবদ্য, এক অনন্য অনুভূতি।
তোমার মাঝেই খুঁজে ফিরি জীবনের স্বাদ
তোমাতেই বিমোহিত, অকাতরে বিলীন সবি,
পুলকিত হই যবে মিটাই তোমার সকল আহ্লাদ
তুমি আমার সন্তান, আমার জান্নাত, আমার পৃথিবী।
------