জীবনের শেষটুকু দেখে গেলাম
ছায়ার মতন তলিয়ে গেল
এত দিনের যুদ্ধে কাড়া সফর হারিয়ে গেল
মুছে গেল দিনলিপির হিসেব ।
যা ভেবে ছিলাম নিজের,তা পরের জেনে গেছি
যা পাওয়ার তা কেবল চাওয়াতেই রয়ে গেল
সব আশা সব কথা ডুব তরীর মত মিলিয়ে গেল জলে ।
এখন আমি নিঃশ্বতার ঢেউয়ে ভাসি ।
শূন্য পথের ধুসরে দেখি কোথাও কিছু নেই;
একাকী নিসঙ্গ ছাড়া......
তবু ছেড়া মেঘের দল
আমার সত্তাটুকু কেড়ে নিয়ে যায় ।
বাকি রয়ে যায় নিথর দেহ;
তুমি আমি আর মধ্যরাতের সমুদ্র......