হয়তো একদিন
পৃথিবীর সকল মায়া মুছে যাবে
হৃদয়ের গভীর থেকে যাকে ডাকতো
এই বিশাল আকাশের ছাদ
দুমুঠো শান্তির তাগিতে দহন ফেলে পিছে
যারা আসতো সবুজ ঘাসের ঘ্রানে
তারা হয়তো হারিয়ে যাবে হাওয়ার সাথে মিশে ।
জানি, এই সৌরজগৎ থাকবে না আর
গ্রহরা তার ভুলে গিয়ে ছায়াপথ মিলিয়ে যাবে
আলো তার সরিয়ে নেবে বাসস্থান...
যখন মৃত্যুর শিয়রে শেষ প্রহর গুনবে সময়ের স্বর ।
তুমি হয়তো শুনবে তখন,
আমিও চলে গেছি দিবস ছেড়ে
যেমন চলে গেছে রাত্রিরা আঁচল ছিঁড়ে
অথৈ সমুদ্রের সঙ্গ ছেড়ে কালের নাবিক তলিয়ে গেছে
ঠিক তেমনই পাহাড় তার গুটিয়ে নেবে ডানা ।
হয়তো তুমি জানো
এই গল্প জেগেছে হাজার বার
মানুষ তার স্বাক্ষর রেখে গেছে মিথ্যের অভিনয়ে
কেও মরে না !!
ইতিহাসের বুক থেকে সমস্ত ঘটনা তুলে
আবার জেগে যাবে এক্দিন
তা আমি জানি,
তাই কবিতার অক্ষরে তোমাকে বুনে অমর করে যাই ।