হে অনন্ত সন্ধ্যা
তোমার গাঢ় কুহেলিকার কফিনে আমাকে আবদ্ধ করো
আমার মৃত্যুর চেতনা জেগে উঠেছ ;
হৃদয়ের একান্ত নির্জনতা
গোধূলীর অন্তিম প্রহরে ডাক ছেড়েছে আজ
তোমার ধূসর প্রহেলিকার অরন্যে আমাকে পথিক করো
আমার ক্লান্ত নয়ন হারাতে চায় হেয়ালীর সেই দূর্গম বিপিনে
যেখানে দিগন্ত বিজন পথে নিশ্বাস ফেলে হুতুমের শ্রান্ত ডানা
জোনাকির আড়ালরত সেই পথের বাঁকে আমাকে সঙ্গী করো ।
আমি আর ফিরে যেতে চাই না
ঐ বিমুর্ষ মানুষের ভিড়ে
যারা ধুকে ধুকে মরে অবিরত
ভাঙার গান গেয়ে প্রনয়ের ডালে বাঁধে স্বপ্ন
আমি তাদের মিথ্যে ইতিহাসে ফিরে যেতে চাই না
আমাকে তোমার অনঘ হ্রদের মাঝি করো
আমার মৃত্যুর চেতনা জেগে উঠেছে...