না না ভালোবাসার কথা আমি রাখবো না
বলবো না অনুক্ষনের সাথী তুমি
আকাশের থেকে তারা এনে টেনে
চোখে তোমার মায়ার জাল বুনবো না
না না তোমাকে ভালোবাসবো না ।
আমি স্বার্থপর
স্বার্থের মেঘে ভেজাই গা
গোধূলীর সন্ধ্যায় শ্রান্ত কণিকের মতন প্রতিনিয়ত
দীঘির স্রোতে ভাসাই গানের ঢেউ
উন্মাদ আমি সোনালী ডানার রঙে রাঙবো না
না না তোমাকে ভালোবাসবো না ।
আমার সমস্ত প্রণয় গেছে ইন্তেকালে
হয়ত জানাজার নামাজ হবে শীঘ্রই
কালো নিশির অন্তরালে জমানো জীবনের মতন
মিশে গেছে দুঃস্মৃতির কাব্য
এই কাব্যে তোমাকে অমর রেখে
প্রাত্যহিকে মরবো না
না না তোমাকে ভালোবাসবো না ।