আমাকে আর ডেকো না !
আমার চঞ্চল শৈশবের সমস্ত বসন্ত ঝরে গেছে
উদাসী নদির জলে মিলিয়ে গেছে খেয়ার কোলাহল
আমার হৃদয়গ্রাহী গ্রাম ছেড়ে অনেক দূরে পালিয়েছে পাখিদের কৈশোর
কোন অচেনা পৃথিবীর পথে থেমে গেছে আমারই মতো
আমার বাংলা মায়ের অনুভূতি গুলো নিশ্চল হয়ে গেছে ক্রমাগত।
তাই আমাকে আর ডেকো না
আমার উদ্বেগ আকাশের নক্ষত্রেরা গলে গেছে সময়ের হাত হতে
প্রেয়সীর ভাঙা মুখ আজ জলে নেই
তবু বিশ্বস কখনো মরে না ।
বড় আবেগী মনে হঠাৎ কোন ছলে যদি হাত ছানি দিয়ে
দূর থেকে দূরান্তে কোনোদিন বসন্ত আসে
আমার অথৈ জলের সবুজ প্রাঙ্গনে ওদেরকে পাঠিয়ে দিও
বলে দিও আমি বেঁচে আছি ।
আমার ঘুমন্ত চেতনা আবার জেগে উঠুক
জেগে উঠুক রাঙা ফুলের কোমল আলিঙ্গনে
ঐ সরিষার ক্ষেত কিংবা ফাগুনের ঝোড়ো হাওয়ায়
শুভ্র বলাকার প্রবল সায়ে ঝরে পড়ুক মেঘের পালক।
এই মহাসমুদ্র আর নক্ষত্রের মাঝে
আমাকে আর আমার একান্ত সত্তাকে ভিজিয়ে দিয়ে যাক
দু'দন্ড স্তব্ধ বসন্তের অবগাহনে ।