ওদিকে;
নীল নক্ষত্রের পানে চেয়ে চেয়ে হাজার কবিতা চলে হেঁটে.........
কোন এক ধূসর রাতে ঘন আঁধারেরা নেমে এলে
কুয়াশার টানে ঝরে পড়ে চোখের জল ।
ওড়া জানে তা সে;
তবু কেন জেগে কবিদের দল ?
কি চায় ওরা ?
আমি বুঝিনা তা ;
এভাবে সারা রাত গেলে কেটে সেই পৃথিবীর পথে
নির্জন কিছু চিহ্ন থাকে পড়ে,
হাঁটে সেই মায়াবী রাত স্মৃতির ইতিহাসে
তারপর কোনো এক সময় সারা বেলা হলুদ হয়ে এলে
কুয়াশার টানে ঝরে পড়ে চোখের জল ।
কি চায় ওরা ?
আমি বুঝিনা তা ;
তবু কেন জেগে কবিদের দল ?