মন খারাপের কথা ছিল না আমার
তবু হৃদয়ের উপর পাথর চাপা পড়ে নিয়ত
আদ্ভুত দৈন্যের কষ্ট আমার ঘুমের মেঝেতে খেলা করে—
হেঁটে চলে.........
বুকের ভিতর এমন চাবুক মারার কথা ছিল না তার ।
কখনো জ্যোৎস্না স্নানে মগ্ন হয়ে
শীত ভরা কুয়াশা দিয়ে গায়ে বাতাসের সায়রে
একাকারে ভাসার শখ ছিল,
মনের খেয়ায় পাল তুলে দুজনে দুজনার চোখের দাঁড় বেয়ে
রুপালী কথার হ্রদে নিরুদ্দেশ যাত্রার বড় শখ ছিল ।
এমন করে কেয়া-পাতায় ভাসানোর কথা ছিল না তার ।
কথা দিয়ে ছিল সে;
কথা রেখে গেছে গোধুলীর পাতায়
আকাশের জ্বলন্ত নক্ষত্রের দূরন্ত বেদনায়---
কালো মেঘেদের দল কেঁদে যায় ।
আমিও ঝরে পড়ি প্রতিক্ষিত জীবনের প্রাত্যহিক বিয়োগে
যদিও পথ হারানোর কথা ছিল না তার ।।