আজ এই রাতে
এই সোনালী মধ্যরাতে
পৃথিবীর সকল ইতিহাস সমুদ্রের জলের মতো- সমুদ্রের ঢেউয়ের মতো চোখে খেলে গেল আমার
খেলে গেল হাজার বছরের আকাশ।
সবুজ মাঠের ঘাস আর নীলাম্বু খয়েরি পাহাড়।
আজ এই মধ্যরাতে হাওয়ায় হাওয়ায় ভেসে তারাদের আলো
তারাদের সাথে খেলে গেলো দিঘীর শঙ্খচিল।
প্রজাপতি আরো কত
অর্জুনের বন থেকে এসে হরিনী শিয়াল আমার বুকে আমার সারা গায়ে ছুটে গেল দূরন্ত নক্ষত্রের মতো।
মনে হলো, কোনো সুদূর দেশের অথবা মিশরীয় পিরামিডের ফ্যারাও আমি
আফ্রিকার গহীন বনে হারিয়ে ফেলেছি সোনার মুকুট, সোনার সিংহাসন
অগণন সাম্রাজ্য আর নারীর সান্নিধ্য-
যুদ্ধে যুদ্ধে, মরণে মরণে।
শিশির কুয়াশা ভোর
যদিও অনেক ছিল তখন
অনেক ছিল আলো এই হৃদয়ের ভিতর।
আজ এই রাতে
এই সোনালী মধ্যরাতে আজ
পৃথিবীর ইতিহাস থেকে উঠে এসে সেই নারী দুপুরের রোদ্রের মতো আমাকে ছিনিয়ে নিয়ে গেলো
উড়িয়ে নিয়ে গেলো
মৃত্যুকে দমিয়ে রেখে আকাশে আকাশে,
বাতাসে বাতাসে জ্যোতিষ্কজগতের ধুলায় --
আমাকে ধ্রুবের মতো যে আসমুদ্র ভালোবেসেছিল।