একাকী জীবন আমার আজ বড় অন্য রকম
এ জীবনে নেই উল্লাস,নেই কোনো চাওয়া পাওয়ার গল্প
সবটুকু জুড়ে যেন শুধু আমি একা সঙ্গ হীন পথিক
তবে এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই ,
নেই কোনো অনুযোগ
আমি পথের ধারে চেয়ে দেখি ,
কত রঙিন আলোর ঝলকানি।
যেন ছুটে চলেছে কোনো এক অজানা দিশায়
আমি আমার এই সাদা-কালো রঙ চটা দুনিয়ায় বসে,
শুধু গুনে যাই সেই আলোক মালা গুলোকে
আজ সেই রঙের মেলা দেখে আমার কোনো চাওয়া নেই
আজ আমার এই রঙহীন জগতের সবটুকু তে
আমি ছাড়া আর কেউই নেই
রাতের তাঁরা রা যেমন তাঁরার মাঝে থেকেও,
একা আলো জেলে যায়
আমি আজ তাদের মতই
শত আলোকবর্ষ দূরের অক্লান্ত পথিক
সঙ্গহীনতা যেন আমার মাঝের আমিকেই জাগিয়ে তোলে
আজ আমিত্বের মাঝে ডুবে যাওয়া আমি,
এই ক্ষণিকের রঙিন বন্ধুগুলো থেকে বহু দূরে
যদি সঠিক বন্ধু খুঁজতে কেটে যায় পুরোটা জন্ম
তবু ভুল হাতে হাত মেলাবো না॥

,