সেদিন এক কবি জিজ্ঞাসু চোখে
        বলেছিল আমায়
তার মতো করে চিন্তা সমুদ্রে ডুব
      দিতে পারব কি হায়?
আমি তাকে বেশ করে বলেছিলাম
তার মতো করেই এক ঘা দিলাম
  তুমি কবি হতে পার ভাই পটু
             নও বটে
তোমারই জগৎ কথা বলতে পারি                
     নীরবে বসে এ নদী তটে
আমি তোমার মতো চিন্তাময় কথা
            বলি না ভাই
এ ভুবনের সত্যের কথা সত্য ঘটনা
          বলব আমি তাই
যদি পেতে চাও জীবনে এমন রত্ন
           নিও মনের যত্ন
এ জগতের মানুষেরা বড়ই নিরাশায়
      বুক বাধে স্বপ্নের আশায়
কবিত্বকে ছাড়ার সাধ্য আছে কি ভাই?
      কেইবা হবে এজন্য দায়ী?
কবি গুরু আর কেউ নন আমার মধ্যে
           ছিল মধ্য তলে
স্ব-প্রতিচ্ছবির নিদারুণ এক ছলে॥