কটকটে তপ্ত রোদটাকে মাড়িয়ে
যখন মেঘমালাগুলো আকাশে যাচ্ছে ছড়িয়ে
একলা আমি চুপটি বসে,
মনের কোণে শত চিন্তার ভাজ ধেয়ে আসে;
শক্ত মাটির ধুলোবালিটাকে,
বর্ষণ যখন ভিজিয়ে করে দেয় ওকে ফিকে;
উদাস দাওয়ায় চেয়ে থাকি,
কষ্টগুলোকে যেন মনের মাঝেই পুষে রাখি
অবাক হয়ে চেয়ে দেখি,
চাওয়া পাওয়া গুলো কেমন হয়ে গেছে মেকি
আজ বড় বেশি ক্লান্ত
পথের দিশা নিয়ে আমি বড্ড বেশিই ভ্রান্ত
আমায় নিয়েই যত প্রশ্ন!
কেউ আগলে রাখে নি দিয়ে এতটুকুনি স্নেহ
সমাজ,চিনলে না তুমি
চিনল ঠিকই এই নির্বাক প্রকৃতি আর এ ভূমি!
এই দিকহারা পথে
দেখলাম তো এভাবেই কত মানুষ চড়ল রথে
এমনই অবস্থা কত যুবকের
তারা চায় দুনিয়ায় একটু স্বাদ পেতে স্বর্গের
দূর হোক হীনমন্যতা,
সমাজের যত গ্লানি আর সকল ভ্রান্ত চিন্তা॥