এক আকাশ প্রশান্তির খোঁজে
ভেবেছিলাম চোখটা বুজে
সেদিন সমুদ্রে গিয়েছিলাম
বার বার চোখেই হারাচ্ছিলাম
ওই দূরে কে যেন একটা বলল কিছু
কিচ্ছু না বুঝে ছুট দিলাম তারই পিছু পিছু
সে এক অতলতার গভিরের রাজকন্যা  যে
কাঙ্ক্ষিত শান্তির সব আনাই যেন পেলাম খুঁজে
আসলে আমি জানতাম সে কে ছিল?
না তবে তার দিকেই এ মন  যে দৌড় দিল
এরকম করেই বড্ড বেশি আপন করে নিলাম তাকে
এখন তারে আরকি ছাড়ার সুযোগ থাকে?
এক হয়ে তার সাথেই দিলাম পারি
তাকে না নিয়ে আমি এবাার যাচ্ছি না বাড়ি
ওই আকাশের দূরের এক দিগন্ত বাধে,
চলে যাব থাকবে শুধু সে আমার সাথে
অনেক ভালোবাসিগো তোমায় আমি
তুমি ছাড়া এই আমি
হয়ে যাব ভূমিহীন এক ভূস্বামী।।