জানো,আজ বাঙালি রক্তিম ঊষার শপথে মিছিল করেছে
অধিকার আদায়ে এক হয়ে এক সাথে মাঠে নেমেছে
কার সাধ্য আছে আজ ওদের ঠেকাবে?
কে আছে ধরে ধরে ওদের জেলে পুরবে?
কি রাইফেল কি লাঠি ওরা যে নির্ভীক আজ
ওদের পাশেই আছে গোটা জাতি গোটা সমাজ
তবে একদল কুলাঙ্গারের বাচ্চা আজও আছে
সামনে থেকে নয় ওরা মানুষ মারছে পিছে পিছে
ওইসব কুলাঙ্গারেরা ঝাঁপিয়ে পড়ে সাথে রাইফেল আর লাঠি
বাঙালিরাযে বঙ্গ শপথে রক্তে মাংসে গড়া নির্ভীক এক জাতি
বায়ান্নের ভাষার গর্ভে রয়েছে রক্তে গাথা বর্ণিল এক ইতিহাস
তাই বলে আজ স্বাধীন দেশকে ভাগার বানাবি পড়বে এত লাশ!
তোরা কি হিসাব দিবি ?এত মায়ের কোলখানি খালি করলি
তবু তোদের কোনো অনুতাপ নেই শুধুই মানুষগুলোকে মারলি
আবু সাইদ-মুগ্ধর মতো কত নিষ্পাপকে দিলি তোরা বলি..
ওরে পিশাচ তবু আজও কমেনি তোদের এতটুকুনি বুলি
আজ বাঙালি একসাথে তারা প্রস্তুত তোদেরই মাথাটা খাবে
কি ভেবেছিলি তোরা বাঙালি এত সহজে হেরে যাবে?
না না না এ জাতি যে হেরে যাবার জাতি নয়,
রক্তিম ঊষার আলো পেরিয়ে বাঙালিরই হবে জয়॥