দাঁড়িয়ে আছি নিঃসঙ্গ মনে একা
ভাবছি আমি , পাবাে কি তােমার দেখা?
কথা দিয়েছিলে তুমি আসবে
শীতের জরাগ্রস্ত কাটিয়ে
নতুন পাতার স্পর্শে ফাগুনের দিনে
নীল শাড়ি পরে দেখা হবে
সেই থেকে তােমার জন্য আমার অপেক্ষা।
আস্তে আস্তে যাচ্ছে সময়
একাকী দাঁড়িয়ে ক্লান্ত আমি
ভাবছি এবার বুঝি আসছাে তুমি।
অল্প অল্প গুনছি অপেক্ষার প্রহর
রাত কেটে যেন হয় না ভাের
শয়নে স্বপনে আছাে তুমি
আমার মনের অন্ত পুর।
কিছু বলতে পারিনা ভয় হয়
শুধু অপেক্ষা আসবে তুমি
তুমি আসবে তাে?
কাটবে কি আমার অপেক্ষার প্রহর ?