একটা কথার খরচেই হয়তো সজীব হয়ে যায় যাপিত জীবন- আবার দৃষ্টির উল্টোপিঠে ছন্নছাড়া ঘর-গেরাস্থলী- স্বপ্নভেজা ঘুমে আচ্ছন্নতা ডাকে যখন আকাশে ওড়াও ভালবাসার ঘুড়ি কিংবা পায়রার ডানায় আঁকো প্রজাপতি রঙের হাজারও স্বপ্ন-
গোলাপি রঙের ওই আকাশটা যেনো পূর্ণিমার চাঁদ- কখনো নীলিমার নীলে ভাসা কখনো জোছ্না জলে জলকেলি- রজকীর দুয়ারে মাকড়সার ঊর্ণজাল; সে তো অধিকার- কৈ মাছে ভোজনপর্ব আসুক কিংবা না আসুক- খোশামোদে কাটানো গভীর রাতে অযাচিত উপদ্রব ভেবে চোখ বন্ধ করলে- সমান ভাগে আর ভাগ হলো কই?
নেকাবপড়া চেহার সামনে ডিজিটাল ক্যামেরার ফাঁকিবাজি- এভাবে কোন প্রতিচিত্র হয়? এ যেনো দাঁড়ি পালায় ফের রেখে সিদ্ধ হাতে চুরি- কিন্তু মানুষেরা বড়ই চতুর ওজন করে নেয় সময়ের প্রয়োজনে- একটু দেরি করে হলেও বুঝে নেয় পরিস্থিতি...
২৪ ডিসেম্বর ‘১৩