সাধারণ অসুস্থতা! সেতো পৌষের সকালে কুসুমগরম পানির মতো খুব মায়ায় জড়িয়ে থাকে পুরোদেহে- তবুও হিমছোঁয়া সমিরণের উপঢৌকনে ভরে বুক- জ্বরের ডিগ্রি শতাধিক করে থার্মোমিটার- বোশেখী ঝড় বয়ে গেলে উপুড় হয়ে পরা সুপারি গাছের মতো নুয়ে যায় গৌধূলী আকাশ- বেঁচে থাকার আর্তনাদে কাঁদে ডায়েরির গোলাপরঙা পাতাগুলো।
মাদকীয় সেই উষ্ণ নিঃশ্বাসের মৌনতা আজো লেগে আছে বিছানার পাশজুড়ে- যেন মিশে আছে শিমুল তুলার বালিশ, মশারির সহস্র বাতায়নে- বারান্দায় এখনো খেলা করে পূর্ণিমা রাতের রাত বারোটার চাঁদ-জোছনা, অবগাহনের ডাকে দেয় হাতছানি...
২২ ফেব্রুয়ারি ১৪