বেঁচে থাকার মানেই যদি হয় শুধু সংগ্রাম- তবে ব্রিজ কিংবা রোড-ডিভাইডারের ওপর বেপরোয়া লড়ির টাস-টাস ধাক্কাই হতো তার কাম্য- ফাগুনের আগুন লাগা দিন কিংবা চৈতির খরা রোদে গালাভেজা শরীর থেকে খসে পড়তো মায়া জড়ানো পলেস্তরা- কিন্তু বারবার বোশেখী ঝড় বয়ে গেলেও ফিনিক্স পাখির মতো সতেজ হয়ে উঠে ক্ষুদ্রকায় এ মহাপ্রক্রিয়া;  ঠিক অমাবস্যার পর ভালবাসার চাদরে মোড়া কোকিল ডাকা বসন্ত ভোরের মতো- আর স্ট্যাচুর মতো অর্ধশতবছর কিংবা তারও বেশি তাতে বাস করে- তবেই দেখা যায় ছোট্ট তিন হরফের মহা অন্তঃসার।

এটা বুঝি দাম্পত্যের মিলনমেলা- পরম সুখের মায়াকুটির; এটা বুঝি মৃত্যুর ফাঁদ হিটলারের গ্যাস চেম্বার! এখানে চারদিকে জোনাকীর মতো ওড়ে আগুনের স্ফুলিঙ্গ! জ্বলে জ্বলে অঙার হয় কত প্রজাপতির রঙ্গিন পাখা- তবুও প্রতিদিন কোমল হাতে রাখী পড়িয়ে যুদ্ধে নামে লক্ষ লক্ষ পৃথিবী...


[০৪ এপ্রিল ১৪]