ছদ্মনামে ঃ কবি শতদল
ও বাতাস
তুমি কেমন করে
বহ ?
একটু তো
চাহ ৷
বহে যাও
কখনও সুখীর বাড়ির
পাশ দিয়ে
কখনও দুখীর বাড়ির
পাশ দিয়ে ৷
কখনও তো
যাওনা তুমি
দুখীকে ভালোবাসার
আশ্বাস দিয়ে ৷
সুখীর তো
জীবনে নাই গো
আরও কিছু পাওয়া
বাকি
দুখীর তো
জীবনে রয়েছে গো
কত কিছু না পাওয়ার
ঝুঁকি ৷
ব্যারাকপুর , কোলকাতা , পঃবঃ , ভারত ৷
৮ই আগষ্ট , ২০১৭