ছদ্মনামে  ঃ  কবি  শতদল

এত  হাওয়া
কোথায়  লুকিয়ে  থাকে  ?
যায়  না  তো
দেখতে পাওয়া  
ঝড়ের  সময়
শুরু হয়  তাদের  
দ্রুত  বেগে  বহা  
মানে  না  বারণ
শোনে  না  শাসন  
খালি  খালি  
গাছপালা  নদীনালাকে  
করে শুধু  ধাওয়া  
এমন  তান্ডব  নৃত্য
সকলের  ভয়যুক্ত  চিত্ত  
হে  ইশ্বর  
সে  কি  তোমারই  কৃত্য  ?




ব্যারাকপুর ,  কোলকাতা  , পঃবঃ  , ভারত  
             ১২ই  আগষ্ট  ,  ২০১৭