একটা পৃথিবীতে
অনেক জাতি, অনেক ভাষা
অনেক ধর্ম , অনেক কর্ম
তথাপি সকল মানুষের একটাই
শ্লোগান হোক—
"শান্তি চাই, শান্তি চাই— বিশ্ব বাঁচাও " ৷
এ বিশ্ব আজ ধ্বংসের কবলে
যদি এগিয়ে না আসি আমরা
বিশ্ব নাগরিক সকলে
তবে কেমন করে থাকবে
মানুষের অস্তিত্ব ?
থাকবে না পূর্বপুরুষের ভিটেমাটি
পুরানো সব স্মৃতি
আসবে না উত্তরপুরুষ
সন্তান সন্তুতি
আমরা বাঁচতে চাই
আমাদের বাঁচতে দাও
শান্তিতে মরতে দাও
এ বিশ্বে তাই—
শ্লোগান হোক একটাই
" শান্তি চাই, শান্তি চাই—বিশ্ব বাঁচাও "
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
২৬শে মে, ২০১৭