ছদ্মনামে ঃ কবি শতদল
ছলাৎ ছলাৎ
কল্ সি কাঁখে
ঝক্ ঝকে তার
নোলক নাকে ৷
মেঠো পথে
যাচ্ছে হেঁটে
হন্ হনিয়ে
যাচ্ছে দেখো
গাঁয়ের বধু
বাজছে তার
হাতের চুড়ি
ঝন্ ঝনিয়ে ৷
চাইছে শুধু
আমার পানে
ছলাৎ ছলাৎ
কল্ সি কাঁখে
লজ্জাণত চোখে ৷
সিঁদুর রাঙা
মুখ খানি যে
বাড়ি যে তার
দূর খানি যে ৷
ব্যারাকপুর, কোলকাতা , পঃবঃ, ভারত
১৪ই আগষ্ট, ২০১৭