ত্রিধারা
ছদ্মনামে  ঃ  কবি  শতদল

স্মৃতির  পটে
কত  কি  না  ঘটে
ধরা  দেয়
মানুষের  চোখে  ৷
সাগরের  তটে
কত  কি  না  জোটে
সাক্ষী  থাকে
বহু  লোকে  ৷
বনানীর  বটে
কত  পাখি  না  জোটে
ভরে  যায়
বক  শালিখে  ৷

ব্যারাকপুর,  কোলকাতা ,  পঃবঃ , ভারত
        ১লা  জুলাই,  ২০১৮