ছদ্মনামে ঃ কবি শতদল
তিস্তা রে
তুই চল্ লি কোথায় ?
তুই বাতলে দে না
মোদের বাঁচার রাস্তা
সব কিছু তো ভাসিয়ে দিলি
জীবনটা যে ভরিয়ে দিলি
মোদের ব্যথায় ৷
ও তিস্তা রে তুই
বাতলে দে না
মোদের বাঁচার রাস্তা
চাষের জমি ডুবিয়ে নিলি
ক্ষেতের ফষল
গোরুর গোষল
ভরতো রে ভাই , বস্তা বস্তা
ও তিস্তা রে ,
তুই , এ কি করলি ! দুরাবস্থা
তুই বাতলে দে না
বাঁচার রাস্তা
ও তিস্তা ৷