ছদ্মনামে ঃ কবি শতদল
ছোট্ট কুঁড়ি
হবে সে বুড়ি
বয়স বাড়ার
সঙ্গে সঙ্গে
পাপড়ি বাড়ায়
সৌরভ ছড়ায়
ফুল কুঁড়ির
প্রতিটি অঙ্গে অঙ্গে ৷
একদিন খসে যাবে
সব পাপড়ি
শেষ হবে ফুল গাছ
সব কিছুই নিয়মে বাঁধা
ঘুরে চলে বারোমাস ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
২৯শে মে , ২০১৮