ছদ্মনমে ঃ কবি শতদল
টিকটিকি
কেন করিস্ তোরা
টিক টিক ?
তোদের একটা কথাও
হয় না যে
ঠিক ঠিক ৷
তার চেয়ে
ঘড়ির কাঁটাই ঠিক
সময় বলে
ঠিক ঠিক ৷
তোরা শুধুই
ব্যস্ত থাকিস্
খাবার খুঁজতে
আর করিস্
পোকা মাকড়ের
পিক নিক ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃ বঃ, ভারত
২১শে জুলাই, ২০১৭