বসন্ত এসেছে
ছদ্মনামেঃ কবি শতদল
কুহু কেকা
আজ নয়
ওরা একা
আর পাখিরাও এসেছে
করতে দেখা ৷
এসেছে পলাশ শিমুল
এসেছে গোলাপ বকুল
আর ফুলেদের সাথে
এসেছে চন্দ্রমল্লিকা ৷
আর যারা ছিল ঘুমন্ত
তারাও আজ প্রাণবন্ত
আজ এসেছে বসন্ত ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
২২শে জুন , ২০১৮