ছদ্মনামে  ঃ  কবি  শতদল

আমার  চাওয়া  পাওয়ার
          দিন  ফুরাবে   যেদিন
থাকবো  না গো  সেদিন  ৷
আমার  হিসেব  নিকেষ
         তুমি  সিঁকেয়  তুলে  দিও
                   ও  গো   প্রিয়  ৷
যদি  আমার
পাওয়ার  ওজন  থাকে  বেশী
তাই  নিয়ে
         থেকো  তুমি  খুশী  ৷
এই  ধরার  বুকে
তুমি  থেকো  সুখে
আর  ছুটো  না
চাওয়ার  দিকে  বেশী  ৷


ব্যারাকপুর,  কোলকাতা,  পঃবঃ  , ভারত
            ১৩ই  আগষ্ট  ,  ২০১৭