ছদ্মনামে ঃ কবি শতদল
গঙ্গা তুমি ভারতের নদী
বহু জনপথ পার হয়ে
বয়ে চলেছো 'আজোবধি ' ৷
গঙ্গোত্রী হতে তুমি আগত
মা গো তুমি স্বাগত স্বাগত
তোমার করুণা ধারায়
ভারত ভূমি পবিত্র
তুমিই উচ্চ নীচ সব
মানুষেরে রেখেছো একত্র
তোমার তীরে তীরে
হয়েছে বহু জনপদ
তোমার তীরে তীরে
রয়েছে নানা জনপথ ৷
তোমার আর্শীবাদে মা গো
পাই যে প্রচুর জল
তোমার আর্শীবাদে মা গো
পাই ধান চাল প্রচুর ফসল ৷
ও গো মা গঙ্গা
ভারতের নয়নমনি
তোমা বিনা রবে না গো
আমাদের ভারত ভূমি ৷
ব্যারাকপুর , কোলকাতা , পঃবঃ , ভারত
৪ঠা সেপ্টেম্বর , ২০১৭