ছদ্ম  নামে  ঃ  কবি  শতদল

একটি  কুঁড়ি
দুটি  পাতা
হাজার  লোকের
অন্নদাতা  ৷
যুক্ত  আছে
হাজার  লোকের  পেশায়
যুক্ত  আছে
হাজার  লোকের  নেশায়  ৷  
সাহেব  বাবু  করিম  চাচা
সকাল  দুপুর  বিকালে
এক  কাপ  ভরে  চা টি  পেলে
হয়ে  ওঠেন  ভীষণ   তাজা  ৷
আমার  দেশটি  ছেড়ে
দেশান্তরে
চায়ের  বানিজ্য   তরি
ছোটে  ছুঁ  মন্তরে   ৷
চায়ের  নেশাটি  যে  খাঁসা
দেশে  অর্থ  যোগায়  ঠাঁসা  
পাহাড়ের   নিচে   ঢালে   ঢালে
এই  সবুজ  সোনাটি  ফলে  ৷

ব্যারাকপুর,  কোলকাতা,  পঃবঃ  ,  ভারত
          ৫ই   জুলাই  ,  ২০১৭