ছদ্মনামে ঃ কবি শতদল
ডাইরি ,
তুই মাইরি
বেমালুম ভুলে গেলি
সেই কথা—
তোকে বলেছিলাম
যখন সময় আসবে
আমাকে মনে করে দিস্
"পঁচিশের পাতা" ৷
পঁচিশ পাতায় আছে
তমালিকার পঁচিশ বছরের
জন্মদিনের উপহার
' একটা কবিতা '
খুব যত্ন করে রেখেছিলাম
তার সাথে একটা সুন্দর খাম ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
১৮ই জুলাই , ২০১৭