ছদ্মনামে ঃ কবি শতদল
উড়ছে পাখি পাখায়
ঘুড়ছে গাড়ি চাকায়
ঘুড়ছে রে ভাই দুনিয়াটা
শুধু টাকায় টাকায় ৷
চব্বিশ ঘন্টা সাত দিন
টাকা যেন সেই বেদুইন
এক হাতে থাকে না
দুই হাতে থাকে না
টাকা ঘুড়ে চলে দিন রাত প্রতিদিন ৷
দেশে দেশে নিরন্তর অবিরামে
টাকা ঘুড়ে চলে ছদ্মনামে
কোথাও ডলার কোথাও পাউন্ড
যে যেভাবে টাকাকে করে কাউন্ট ৷
টাকার জন্য সকলেই মরিয়া
কেউ করে ডাকাতি কেউ চালায় লুন্ঠন
তথাপি ঘুড়ে চলে টাকা
ঢাকা থেকে লন্ডন ৷
যতই কমুক টাকার মূল্য রাতারাতি
টাকার যেন সেই রকেট গতি
ভন্ ভন্ করে ঘুড়ছে ঘুড়বে টাকা
যত দিন এগিয়ে চলবে
মহাকালের চাকা ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃ বঃ , ভারত
৩১শে মে, ২০১৭