ছদ্মনামে  ঃ  কবি  শতদল


স্বপ্নেরা  যদি
কেড়ে  নিয়ে  যায়
আমার  সারা  জীবনের  ঘুম
পাশে  থেকেও  ডেকো  না
তুমি  আমায়
ওগো  প্রিয়তমা
কুম  কুম  ৷
যদি  তোমার
ইচ্ছে  করে
আমায়  নাম  ধরে  ডাকতে
ডেকো  গো
ডেকো  তুমি
তার  আগে  পারবে  ?
পারবে  কি  তুমি
আমার  একটা  কথা  রাখতে  ?
দেহখানি  গ্রহণ  করো
স্বাদরে
আমার  মুখখানি  তুমি
ঢেকে  দিও  চাদরে  ৷



ব্যারাকপুর,  কোলকাতা,  পঃবঃ,  ভারত
       ৭ই  জুন,  ২০১৭