ছ্দ্মনামে ঃ কবি শতদল
ওরে কোকিল
সুরেলা
তুই কুহু কুহু
গান ধরিস্ রোজ
দুবেলা ৷
তোর পাশে হুঁ হুঁ
গান করে চিল
ঐ মগডালে
দুপুর বেলা ৷
তোর নেই বুঝি
খেয়ালে ?
বেসুরো সঙ্গীত ওর
দাগ কাটে
মানুষের মনের দেওয়ালে ৷
তুই সব সময়েই
সুরেলা গান গাবি
প্রতিটি প্রহর পোহালে ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃ বঃ ভারত
২৯শে মে, ২০১৭