ছদ্মনামে ঃ কবি শতদল
সুখ সুখ করে
তোরা ছুটে মরিস্
সুখের তরে
সুখ কি কখনও
কাউকে আপন করে ?
সুখ তো মাঝে মাঝে
হারিয়ে যায়
গোপন করে ৷
দুখ্ তখন
সুখের জায়গা
দখল করে
ধরিত্রীর মাঝে
যেমন সুখ আছে
তেমনি দুখ্ ও আছে
তাই সুখ দুখ্
থাকে জীবনের
পাশে পাশে ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
২৬শে জুলাই, ২০১৭