সুজন রে ,
সেই যে গেলা
ফিরা আইলা না
সুজন
তুমি ফিরা আইলা না ৷
আমি তুমার আশায়
বইসা আছি
তুমি ফিরা আইলা না গো
সুজন
তুমি ফিরা আইলা না ৷
সুজন রে,
যাবার বেলায়
কইলা তুমি
আসবা ফিরা তাড়াতাড়ি
ও সুজন
অহন তুমি
আসো না দেইখা
আমি কেবল কাইন্দা মরি
ও সুজন
তুমি ফিরা আইসো তাড়াতাড়ি ৷
সুজন রে,
তুমার লইগা কান্দে
আমার মন
ও সুজন
তুমি ফিরা আসবা কতক্ষণ ?
সেই যে গেলা
তুমি ফিরা আইলা না
সুজন ৷