ছদ্মনামে ঃ  কবি  শতদল

কত  না  ফুল  ফোটে
এই  ভুবনে
কত  না  পাখি  ওড়ে
এই  গগনে
কত  না  ছবি  আঁকে
এই মননে
সৌন্দর্য্যের  ভান্ডারে
কোনো  কিছুর  অভাব  নেই
আমাদের  পিপাসু  মনের
তথাপি  তৃষ্ণা  মেটে  না  ৷
ভোরের  কিশলয়ে  ফোঁটা  ফোঁটা
শিশির  বিন্দুকে  মনে হয়
হীরার  চেয়েও  ভীষণ  দামী  ৷


ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
         ২৩শে  অক্টোবর, ২০১৭