ছদ্মনামে ঃ কবি শতদল
হেমাঙ্গ পিসির
ছোটো ছেলেটা
বিকলাঙ্গ
নাম তার
গৌরাঙ্গ ৷
তাই পিসিকে
ছোটো ছেলের সাথে
দিতে হয় সঙ্গ ৷
ছেলেটার অচল
ডান হাঁটুর
নীচের অঙ্গ ৷
গৌরাঙ্গ বিকলাঙ্গ
হলেও কি আছে
বাজনা বাজিয়ে
পেয়েছে অনেক পুরস্কার
দিয়েছে আমাদের
রাজ্য সরকার
পশ্চিম বঙ্গ ৷
বাজায় ভালো গৌরাঙ্গ
জল তরঙ্গ
টিভি দেখা
পছন্দ করে গৌরাঙ্গ
অন্য কিছু
দেখে না সে
বেশী তার পছন্দ
কার্টুনের রঙ্গ ঢঙ্গ ৷
ব্যারাকপুর , কোলকাতা , পঃবঃ , ভারত
২১শে আগষ্ট , ২০১৭