ছদ্মনামে  ঃ  কবি  শতদল  

সাপ !
কি  বড়
লম্বারে  !
শান্তভাবে
শুয়ে  আছে
রাস্তার  ধারে  
বাপ্ রে  বাপ  !
আমি  খেয়াল  করিনি
সামনে  গেলেই
বদলে  যাবে
ওর  ভোল
দেবে  তখন
ফনা  তুলে
এক  লাফ
মারবে  ছোবল  ৷
আমায়  খাতির  
করবে  না
যা  ভাই  সাপ
আগে  বাড়
আগে বাড়
চল্ চল্      

ব্যারাকপুর, কোলকাতা ,  পঃবঃ  ,ভারত  
           ৩রা  আগষ্ট  ,  ২০১৭