ছদ্মনামেঃ কবি শতদল
স্মৃতিটুকু
রেখে গেলাম
অামার কবিতায় ৷
রীতিটুকু
মেনে চলো
একখানি মালা দিও
আমার ছবিটায় ৷
যখন আসবে
আমার বার্ষিকী
তা সে জন্ম
কিংবা মৃত্যু
মালা দিতে
ক্ষতি কি ?
এ ভালোবাসা
হবে প্রেমময়
এটা প্রতীকী ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
১১ই সেপ্টেম্বর, ২০১৭