ছদ্মনামে  ঃ কবি  শতদল

ওগো,
শ্যাম  সোহাগী  রাধা
কেন  পরলে  গো
শ্যামের  প্রেমে  বাঁধা  ?
শ্যামের মধ্যে
তুমি  কি  এমন  পেলে  
তাই  সব  কিছু  ফেলে  
শ্যামের  প্রেমে  মজে  গেলে  ?  
দিবানিশি  শ্যাম  
বাজায়  বাঁশি  
কি  ভাবে  করলো   গো  রাধে  
শ্যাম  তোমায়  খুশি  ?  
জগতে  সকলে  
শ্যাম  শ্যাম  করে  পাগল  
কি ভাবে  রাখলে  গো  রাধে  
শ্যামকে  তুমি  
নিজ  বাহুডোরে   বেঁধে  ?


ব্যারাকপুর ,  কোলকাতা ,  পঃবঃ ,  ভারত  
          ২৯শে  জুলাই  ,  ২০১৭