ছদ্মনামে ঃ কবি শতদল
প্রভু আমার
শেষ বিদায়ের বাঁশি
বাজানো আগে
একবার শুধু
বোলো আমায়
যেন বলতে পারি গো
" হে বিশ্ব ভালোবাসি
তোমায় " ৷
জানি না কত জনমের
অপেক্ষার ফলে
এসেছি গো
এই বিশ্বময়ীর কোলে ৷
যদি আবার ফিরে যাই
এই বিশ্বময়ীকে ফেলে
জানি না গো
কোন নরকের কীট্ হবো
ভাগ্য দোষের ফলে ৷
ব্যারাকপুর, কোলকাতা , পঃবঃ , ভারত
২৪শে জুলাই , ২০১৭