ছদ্মনামে  ঃ  কবি  শতদল

ঐ  শেফালি
তোর  ফুলেই
বসে  কেন  রে, অলি  
খালি  খালি  ?  
তুই  কেমন  করে
ওর  মন  ভরালি  ?
আমাদেরও  তো
আছে  মধু
তোর  ফুলে
কি  আছে  যাদু  ?
আমরা  শুধুই
ভেবে  মরি  কেবলি
তোকেই  কেন  ?
গান  শুনিয়ে  যায়  অলি
রোজ  রোজ  দু কলি  ৷  


ব্যারাকপুর,  কোলকাতা,  পঃবঃ,  ভারত
       ১৯শে  জুলাই,  ২০১৭