ছদ্মনামে ঃ কবি শতদল
কেন বসে আছো ?
রাত জেগে
সে তো চলে গেছে
রেগে ৷
সে তো নারী
কতটা দাও তুমি
তাকে নারীর সম্মান
তাকে সব সময়
করো তুমি অকথ্য ভাষায়
গালি গালাজ
তার কি নেই কোনো লাজ ?
পুরুষের ঔদ্ধত্য থাকা ভালো
তা বলে নারীর সম্মান
মাটিতে লুটোবে ?
ব্যারাকপুর , কোলকাতা, পঃবঃ, ভারত
৫ই অক্টোবর , ২০১৭