ছদ্মনামে ঃ  কবি  শতদল

শাপলায়
ঘাপলা
করেছে  ন্যাপলা
বেজায়  দর  হেকেছে
সেই  একলা  ৷
বাজারে  পাওয়া  যায়
পাঁচটাকায়   আটি
সে  বেঁচছে
ছটাকায়  সেটি  ৷
সবাই   বলছে
রোজ  কিনি  পাঁটাকায়  যেটি  
আজ  কেন  বেশী  নিছ্ছ
শাপলার    আঁটি  ?  
অনেকের  সাথেই
আজ  হচ্ছে  বেশ  বচসা
বাজারে  এলো  সহসা
নন্দের    বেটি
সে  বলে  কত  করে
শাপলার  আঁটি  ?
ন্যাপলা  বলে
ছটাকায়  আঁটি
সে  বলে
"  কাল  নিলাম  পাঁচ  টাকায়  সেটি  ৷
আজ  হবে  না    সেটি  ?
এই  ভাবেই  চলে  তর্কা তর্কি  ৷
কষে   লাগালো  
নন্দের  বেটি
ন্যাপলার  গালে  চাটি  ৷


ব্যারাকপুর  , কোলকাতা  ,  পঃবঃ  ভারত
        ২৭শে  অক্টোবর  ,  ২০১৭