ছদ্মনামে ঃ কবি শতদল
কইরে,
জুই চামেলি বেলি
তোরা সবাই
কোথায় গেলি ?
আয় না রে ভাই
তোদের সাথে
একটু খানি খেলি ৷
সেই ছোট্ট বেলায় খেলা
তখন ছিল রোজ রোজই
ওদের সাথে মেলা
খেলতো আমার সাথে
জয় তানিয়া মিলি ৷
আমার মনের থেকে
হারিয়ে গেল
সেই ছোট্ট বয়সের খেলা
তার সাথে
ওদের কথাও ভুলি ৷
আজ তোদের দেখে
মনে এলো
সেদিনের সেই ছোঁয়াছুয়ি খেলা
আয় না একটু
তোদের সাথে মিলি
ছোঁয়াছুয়ি খেলি ৷
ব্যারাকপুর , কোলকাতা , পঃবঃ , ভারত
২৭ শে জুলাই , ২০১৭