সেবার
ফাল্গুন চৈত্র
ফুল ফল গাছেরা সব
বসেছে একত্র ৷
এমন সময়
হন্ত দন্ত করে
এলো বসন্ত
বলে, "ওরে" "ওরে"
"ফুল ফল গাছেরা,
তোরা কি সব ঘুমন্ত ? "
বলে, "শোন্ শোন্
ফুল ফল সব গাছ
আমি এবার থাকবো
তোদের কাছে
পুরো বারো মাস ৷
তাই শুনে,
বলে ওঠে পলাশ
" কি মজা, কি মজা "
এবার কৃষ্ণচূড়া বলে,
" আমি রাখবো তাহলে,
আমার মাথা সোজা ,
রাঙ্গিয়ে দেবো আমার ফুল ৷
এবার এলো শিমুল,
বলে, " আমিও বা
কম কি যে ? লাল রঙে
সেজে নেব নিজে ৷ "
এবার বল্ লো বসন্ত,
" সাজবি, তোরা সাজবি,
তোদের সাজের নেই
কোনো অন্ত ৷ "