হঠাৎ শুনতে পেলাম — একটা বিকট শব্দ
কান যে হলো আমার স্তব্ধ ৷
কাঁপছে ঘর বাড়ি ছাদ
শুনছি সমবেত মানুষের আর্তনাদ
'বাঁচাও' 'বাঁচাও' সে রব
শিশু নারী পুরুষের আওয়াজ সব ৷
বাইরে বেরিয়ে দেখি
আকাশে রাশি রাশি ধোঁয়া
আতঙ্কে মানুষেরা ছুটছে বেপরোয়া ৷
বুঝলাম ঘটেছে এক সর্বনাশা বোমা বিস্ফোরণ
না জানি কত বেচারার হয়েছে আজ মরণ ৷
ওরা তো জানতো না আজও সকালে
কি ঘটতে চলেছে ওদের কপালে ৷
কিছু দূরে এগিয়ে দেখি
পুড়ছে তাহলে ওসব কী ?
জ্বলছে আগুন উড়ছে লেলিহান শিখা
পুড়ছে দালান, পুড়ছে বড় বড় অট্টালিকা ৷
জ্বলছে কতশত আসবাবপত্র
মানুষের ঝল্ সানো দেহগুলো পড়ে আছে যত্রতত্র ৷
এক কোণে পড়ে আছে কোন মায়ের দেহ
একটু পরেই খোঁজ নেবে হয়তো কেহ ৷
ঐ যে লোকটা মরে গেছে
সে ছিল যমজ শিশুর পিতা
সেই ছিল কেবল সংসারের মাথা ৷
ওদের মা আগেই মারা গেছে ক্যানসারে
বাড়ি ফিরে দেখবে ঐ শিশু দুটো
কেউ নেই ওদের সংসারে ৷